মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু। রোববার (১৩ অক্টোবর) রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে মাঠে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোয়াহির আহমদ জোহাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা কোয়াব এর সম্মানিত সহ সভাপতি মাহবুব ইজদানি ইমরান ,ক্রিকেটার সাপোর্টার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সভাপতি ও রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে সাবেক ট্রেজারার আব্দুস সালাম, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি বিডির সম্মানিত সদস্য ছালিক আহমেদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল বেগ,রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শংকর দুলাল দেব ও
রাজনগর সদর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবলু জামিল আহমেদ খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফরহাদ হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা কোয়াব এর সম্মানিত সভাপতি শাহ পাপলু, মৌলভীবাজার জেলা দলের কোচ রেজওয়ান মজুমদার রুমন, সিপিএ রাজনগরের সভাপতি রেজাউল করিম খান, সজিব হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ডিং কোচ মোঃ রাসেল আহমেদ, রিবান বকস, মামুনুর রশীদ বকস, সাইদ, রুকন, সাজু, নাঈমসহ ক্রিকেটভক্ত ব্যক্তিবর্গ।