‘সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে পরিষদ চত্বরে অগ্নিকান্ডে করনীয় বিষয়ে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কৃষিবিদ মোসাঃ জেসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট থানার ওসি ঈমার জাফর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, জনস্বাস্থ্যের সহকারি প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার মানুয়েল হাসদা প্রমুখ।