কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ পিএম
কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা
গাজীপুরের কাপাসিয়া উপজেলা ক্যামিষ্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে লাইসেন্স বিহীন ফার্মেসি, ফার্মাসিস্ট ছাড়া ওষুধ ব্যবসা, নকল ও ভেজাল ওষুধ বিক্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া বিসিডিএস সভাপতি ওয়াহিদুজ্জামান জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। কাপাসিয়া সমিতির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ঔষধ প্রশাসনের গাজীপুর জেলার উপ পরিচালক মোঃ আব্দুল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা বিসিডিএস সভাপতি মোঃ শামসুল হক, সহ-সভাপতি পড়আল আমিন হোসেন অপু, আব্দুল লতিফ, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, মাজহারুল হক, তানভীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আইন মেনে সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করলে কোন অনিয়ম হবে না। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভেজাল ও নকল ওষুধ বিক্রি বন্ধ করা সহজ হবে। জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লাইসেন্সধারী সকল ব্যবসায়ীদের পেশার প্রতি আন্তরিক থাকতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ বিক্রয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ভাবে আইনগত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে