দিন যত যাচ্ছে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও ততই বাড়ছে। আক্রান্তের সংখ্যাও হুঁ হুঁ করে বেড়েই চলছে। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ দেশে ডেঙ্গুতে প্রাণ হারালেন ৩ জন। একই সময়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩৩ জন রোগী।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৮৫৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে ১৩৬, ঢাকা উত্তর সিটিতে ১৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৫ হাজার ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।