ইজারাকৃত সরকারি জলকর থেকে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:৩২ পিএম
ইজারাকৃত সরকারি জলকর থেকে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতি কর্তৃক ইজারা নেওয়া সরকারি জলকর থেকে জোরপূর্বক অবৈধভাবে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে,সরকারি জলকর ‘ধরইল মল্লিকপাট জলা’ সরকারি নিয়মানুযায়ী হরিপুর ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা গ্রহণ করে। চলতি মৌসুমে বিলের পানি ও জলা দিয়ে নিষ্কাশন হচ্ছে। এসময় ধরইল গ্রামের রফিকুল ইসলাম গং অবৈধভাবে এই জলকরে অনুপ্রবেশ করে জোরপূর্বক খরাজাল দিয়ে মাছ ধরছে। অবৈধভাবে মাছ শিকার করায় সমিতির সুফলভোড়ি মৎস্যজীবিরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। 

এবিষয়ে সোমবার সকালে ধরইল মৎস্যজীবি পাড়ার সমিতির সদস্যরা চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে অবৈধ অনুপ্রবেশকারীকে উচ্ছেদের দাবি জানান। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। মৎস্যজীবিরা বলেন,তারা মাছ ধরতে নিষেধ করলেও রফিকুল ইসলাম গং তা মানছেন না। জোরপূর্বক সে মাছ ধরে নিচ্ছে। এতে করে দরিদ্র মৎস্যজীবিরা চরম ক্ষতির সম্মুখিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী মৎস্যজীবিদের অভিযোগে পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। 

আপনার জেলার সংবাদ পড়তে