কিশোরগঞ্জে নিরীহ রিকশা চালকের সংবাদ সম্মেলন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:৫১ পিএম
কিশোরগঞ্জে নিরীহ রিকশা চালকের সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের মাইজখাপনের চৌধুরীহাটি এলাকায় মিথ্যা চুরির  অভিযোগ দিয়ে জোর পূর্বক টাকা আদায় ও মানববন্ধনসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিরীহ রিকশা চালক জালাল ।

সোমবার ১৩ অক্টোবর বিকেলে কিশোরগঞ্জ বিএমইউজে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল বলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকার সম্প্রতি একটি অটোরিকশা চুরির ঘটনা ভিন্ন খাতে নিয়ে হাতিয়ে নিয়েছে একটি চক্র প্রায় লাখ টাকা।

এলাকাবাসী প্রকৃত ঘটনা উদঘাটন করে পুনরায় গ্রাম  সালিশে চুরির ঘটনার সাথে জড়িত আসল চোরকে সাক্ষ্য প্রমানসহ ধরলে জালালের প্রতিপক্ষ গংরা চুরির ঘটনায় জড়িত  ও জালাল উদ্দীন নির্দোশ প্রমাণিত হয়।

কিন্তু চোর সিন্ডিকেট জালালের টাকা ফেরত না দিয়ে উল্টো জালালের বিরুদ্ধে গত ১১ অক্টোবর মানববন্ধন করে সংবাদ প্রকাশ করায়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

সেই সাথে প্রকৃত অপরাধী সিন্ডিকেট মিলে টাকা মেরে দেয়ার সমালোচনাসহ তীব্র নিন্দা জানাচ্ছেন এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে গ্রাম সালিশ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেন,হাজারো জনতার সম্মুখে চুরির ঘটনায় জালাল নির্দোশ এবং তার প্রতিপক্ষ আসামিরাই চোর হিসেবে প্রমাণিত হয়েছে।

সালিশে থাকা সাবেক মেম্বার নূরল হক ভুট্টা মিয়া বলেন, চোর সিন্ডিকেট এক হয়ে জালালের বিরুদ্ধে মানববন্ধন ও ষড়যন্ত্র করছে। অটো চুরির ঘটনা ভিন্ন খাতে নিয়ে জালালের ৭০ হাজার টাকা মেরে দেয়ার পরিকল্পনা করছে তারা।

ভোক্তভোগী দারিদ্র রিকশা চালক  জালাল বলেন, আমি গত জুলাই মাসে কিশোরগঞ্জ আদালত নং-১ এ শাহীন, শাহ আলম, দেলোয়ার ও দিগন্তের নামে ৩৪১,৩২৩,৩৬৪,৩৮৬,৫০৬,১৪৪/১৪৫ একটি মামলা করি যাহার নং-৪০৬/২০২৫ এবং ৯/১১/২০২৫ তারিখে আরেকটি মামলা করি যাহা তদন্তনাধীন রয়েছে।

এসব বিষয়কে কেন্দ্র করে চুরি সিন্ডিকেট ও কতিপয়  মাদকের ব্যবসায়ীরা  আমার বিরুদ্ধে মানববন্ধনসহ অপপ্রচার করছে।

আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো বিষয় গুলো আমলে নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানাই। 

আপনার জেলার সংবাদ পড়তে