দৌলতপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন ও মানববন্ধনে বাচ্চু মোল্লা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১৪ অক্টোবর, ২০২৫, ১২:৫৩ পিএম | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫, ১২:৫৩ পিএম
দৌলতপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন ও মানববন্ধনে বাচ্চু মোল্লা

দৌলতপুরে পদ্মার ভাঙ্গন প্রতিরোধে বাধ নির্মানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে নদীপাড়ে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে কোলদিয়াড় এলাকায় ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করে একাত্মতা প্রকাশ করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমজাদ হোসেন মেম্বার, মানববন্ধনের আয়োজক আতর আলী ফরাজী, উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান সবুর মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমানসহ উপজেলা ও উনিয়ন বিএনপি'র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন , গত কয়েক বছর ধরে পদ্মার করাল গ্রাসে মরিচা ইউনিয়নের কোলদিয়াড়, ভূরকা, হাটখোলাপাড়া থেকে শুরু করে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে এ বছরও তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এলাকাবাসী বারবার সরকারের কাছে  ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবী জানালেও কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জমি হারিয়ে এলাকার শত শত কৃষক নিঃস্ব হয়েছেন। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবী জানায়।

রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আপনাদের দোয়ায় আমি যদি দৌলতপুরের সংসদ সদস্য হয় এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতায় আসেন তাহলে নদী ভাঙ্গন প্রতিরোধে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করা হবে।

নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মরিচা ইউনিয়নের সামশেরতলা ও বৈরাগীরচর বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে