দিনাজপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫, ০১:১০ পিএম
দিনাজপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

দিনাজপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। গত ১৩ অক্টোবর সোমবার বিকেল ৫ টায় দিনাজপুর গোর ই শহীদ বড় ময়দানে জেলা স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।  

দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান। 

অনুষ্ঠানে সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, জেলা শিক্ষা অফিসের পরিদর্শকবৃন্দ, সকল খেলার আহবায়ক প্রধান শিক্ষকগণ, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, খেলা পরিচালকবৃন্দ,  জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে