বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পৃতি বিবিসি বাংলায় দেয়া গুরুত্বপূর্ণ ভার্চুয়ালি স্বাক্ষাতকার শোনার জন্য কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি নেতাকর্মীসহ আমজনতার উপচেপড়া ভিড় পড়ে। এতে অংশগ্রহণ করে শতশত মানুষ।
ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কাচারী মাঠে সোমবার রাতে প্রজেক্টরের মাধ্যমে স্বাক্ষাতকারটি জনকল্যাণে শোনার জন্য উদ্যোগ নেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান মাহাবুব মিয়া।
স্বাক্ষাতকার অনুষ্ঠানটি শুরুর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহাবুব মিয়াসহ বিএনপিনেতা খোরশেদ আলম, বিএনপিনেতা আশরাফুজ্জামান করিম, বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনপিনেতা আইয়ুব আলী মুন্সী, যুবদলনেতা আরিফুল ইসলাম আরিফ, রেজাউল ইসলাম রুবেল, কৃষকদলনেতা মমিনুল ইসলাম মমিন, ছাত্রদলনেতা বিষ্ণু চন্দ্র সেন প্রমূখ।