এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারিদের লাগাতার কর্মবিরতি চলছে। পাবনার চাটমোহরের এমপিওভুক্ত সকল কলেজ, স্কুল ও মাদ্রাসায় সোমবার থেকে কর্মবিরতি পালিত হচ্ছে। মঙ্গলবারও এ কর্মবিরতি চলমান ছিলো। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, শিক্ষক-কর্মচারি শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করছেন। ক্লাসে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ফিরে যাচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ শিক্ষক-কর্মচারিদেও উপর পুলিশী হামলা হয়েছে, যা কোনভাবেই কাম্য নয়। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফিউল ইসলাম বলেন, শুনেছি শিক।ষক-কর্মচারি কর্মবিরতি পালন করছেন। আমি খোঁজ নিয়ে সেটি জানতে পেরেছি। এক্ষেত্রে আমাদের কি করণীয় আছে।