মঙ্গলবার ১৪ অক্টোবর বেলা ১১ টায় ঝিকরগাছা বি এম হাইস্কুলে ৩ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুস সামাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ধন্যবাদ রক্ত মোঃ ইলিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঝিকরগাছা উপজেলায় কর্মসূচি পালন করা হবে। যশোরের ঝিকরগাছা উপজেলার ৮৮ শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মত কর্ম বিরতি চলছে।