যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২টি পাইপ গানসহ ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপ গান ও গুলি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক আজাহারুল ইসলামের বাড়ির পাশে স্তুপ করা জ্বালানি কাঠের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশি তৈরি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।