কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে গত সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষ্যে র্যালির নেতৃত্ব দেন বাজিতপুর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা-সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক এর নেতৃত্বে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা হল মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বলেন ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ স্লোগানকে সামনে রেখে এ দেশের সচেতন জনগণকে দুর্যোগ মোকাবেলা থেকে দূরে থাকার জন্য বক্তারা এসব কথা বলেন। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মলয় চন্দ্র মন্ডল।