মান দিবসে পণ্য ও সেবার মতো সমাজের মানও নিশ্চিত করা জরুরি

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ পিএম | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ পিএম
মান দিবসে পণ্য ও সেবার মতো সমাজের মানও নিশ্চিত করা জরুরি
‘সমন্বিত উদ্যোগ টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, পণ্য ও সেবার মান নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি সমাজের মান ঠিক রাখা ও জরুরি। তিনি বলেন, ‘ফুটপাতের মান ঠিক না থাকলে আমরা সঠিকভাবে হাঁটতে পারি না, এ ধরনের অবস্থা আমাদের সমাজের মানও প্রতিফলিত করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয় এই আলোচনা সভার আয়োজন করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক জহুরা সিকদার। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। আলোচনা সভায় মান নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনা সভায় জেলার শিল্প উদ্যোক্তা, বেকারী, হোটেল রেস্তোরার মালিক, গণমাধ্যমকর্মী অংশ নেন।
আপনার জেলার সংবাদ পড়তে