চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ঢাকাগামী বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ফিতা কেটে এই টার্মিনালের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমান। রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত এই টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ট্র্যাক, ট্র্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড.মিজানুর রহমান ও কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, পরিবহন ব্যবসায়ি মুখলেসুর রহমান ও খাইরুল ইসলাম,জেলা ট্র্যাক, ট্র্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনারুল ইসলাম আনারসহ অনেকে। প্রসঙ্গত: রহনপুর স্টেশন বাজারে ঢাকাগামী এই নৈশ বাসস্ট্যান্ডটি অবস্থিত ছিল। সেটি স্থানান্তর হয়ে আগামী ১ জানুয়ারি থেকে ভোলাহাট - রহনপুর সড়কের নুনগোলায় এই নতুন টার্মিনাল থেকে নৈশকোচগুলো ছেড়ে যাবে।