নীলফামারীতে টাইফয়েড টিকাদান অভিযান উপলক্ষে কর্মশালা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫, ০৭:৫৫ পিএম
নীলফামারীতে টাইফয়েড টিকাদান অভিযান উপলক্ষে কর্মশালা

নীলফামারীতে টাইফয়েড টিকাদান অভিযান উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। ১৪ অক্টোবর ইপিআই সম্মেলন কক্ষ চৌরঙ্গী মোড় নীলফামারীতে ওই কর্মশালার আয়োজন ছিল। এটির আয়োজন করে জেলা তথ্য অফিস।

শিশু কিশোর ও নারী সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এর আয়োজন।

 জেলা তথ্য অফিস,নীলফামারীর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলম এবং জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন। বক্তারা বলেন,টাইফয়েড প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা টিকাদান কর্মসূচিকে সফল করতে সহায়তা করবে। এ বছর নীলফামারী জেলায় ৫ লাখ ৫৯ হাজার ৫শ ৩৭ জনকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস,নীলফামারী।

এতে বলা হয় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম ও সমমান শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামুল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। কোন শিশু যাদে বাদ না পড়ে সেজন্য আমরা প্রচার প্রচারণা ব্যপকভাবে করে আসছি। পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি। সভা পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান শেখ।

আপনার জেলার সংবাদ পড়তে