বিরলের রামপুরে শ্মশ্মানের জায়গা নিয়ে বিরোধে উত্তেজনার পর প্রশাসনের সহায়তায় উভয়পক্ষে সমঝোতায় মৃত ব্যাক্তির সৎকার সম্পন্ন করা হয়েছে।
উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর (বারোগন্ডিয়া) শ্মশ্মানে সুশিল চন্দ্র এর ছেলে অনন্ত চন্দ্র রায় (৩৮) এর মরদেহ সৎকারের জায়গা নিয়ে একই গ্রামের আমজাদ হাজীর ছেলে মশিউর রহমানদের সাথে সীমানা সংক্রান্ত বিরোধ বাঁধে। আগামী ১৯ অক্টোবর ২০২৫ তারিখে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উভয়পক্ষের কাগজপত্র নিয়ে বসার জন্য সম্মতিতে পরে সৎকার সম্পন্ন করা হয় এবং উত্তেজিত জনতা শান্ত হয়। সৎকার্য্য সম্পন্ন করতে পারায় হিন্দু সম্প্রদায়ের মাঝে স্বস্তি ফিরে আসে।