বিরলের ধর্মপুর শালবনে অটোচালককে হত্যার চেষ্টা করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় দিনাজপুর শহর হতে বিরলের শালবন ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রী বেশে অটোরিকশায় উঠে দুই ছিনতাইকারী। এরপর কালিয়াগঞ্জ বাজারে এসে আরো একজন যাত্রী উঠানোর পর ধর্মজৈন সাত দাগ এলাকার বনের ভিতরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এরইমাঝে প্রাণ বাঁচাতে অটোচালক চিৎকার দিলে পৎচারী আসতে দেখে ছিনতাইকারীগণ পালানোর চেষ্টা করে। আহত অটোচালক দিনাজপুর শহরের সুইহারী (খালপাড়া, সরকারি কলেজ সংলগ্ন) এলাকার মোঃ সুমন ইসলাম এর ছেলে মোঃ নভেল (৩০)কে উদ্ধার করে স্থানীয় এনায়েতপুর বিওপি'র বিজিবির সদস্যগণের নিকট হস্তান্তর করা হলে তাৎক্ষনিক তাকে স্থানীয়দের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতর নিকট প্রাপ্ত তথ্য মতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম ও ইউপি সদস্য আব্দুর রহমানসহ বিজিবি ও থানা পুলিশ বনে আগত অপরিচিত ব্যাক্তিদের নজরদারীতে নিয়ে আসে। একপর্যায়ে দীর্ঘ ৪ ঘন্টা পর দুপুর ২.৩০ মিনিটে ২ ছিনতাইকারীকে চিহ্নিত করে বনের মধ্য হতে স্থানীয়রা আটক করে। বিজিবি সদস্যগণ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নিয়ে বিকাল পৌণে ৫ টায় থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটককৃতরা হলেন- দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবন ইসলাম (৩০) ও একই এলাকার তাসিনুর এর ছেলে নভেল (৩০)।
এ রিপোর্ট লেখাকালীন আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ভিকটিম অটোচালকের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল।