মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দুইটি ইউনিয়নের মেঘনা গোমতী নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণের কাজ শুরু বাউশিয়া ও গুয়াগাছিয়া ৬৮০মিটার দীর্ঘ সেতু নির্মাণে জন্য মাটি পরিক্ষা করা হয়েছে।
প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, বাউশিয়া ও গুয়াগাছিয়া ৬৮০মিটার দীর্ঘ সেতু নির্মাণে জন্য মাটি পরিক্ষা করা হয়েছে। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, সেতু নির্মাণের লক্ষ্যে বিভিন্ন স্থান পরিদর্শন এবং পর্যালোচনা শেষে বাউশিয়া ইউনিয়ন এর পোড়াচক বাউশিয়াস্থ আ:কাদির এর বাড়ি সংলগ্ন পুরাতন খেয়াঘাট থেকে গুয়াগাছিয়া ইউনিয়ন এর বালুচর এর গ্রাম সংলগ্ন সড়কে এই সেতু নির্মাণের জন্য প্রাথমিকভাবে স্থান নির্ধারণ করা হয়।
এদিকে সেতু নির্মাণের কথা শুনে এলাকায় আনন্দ বইছে মানুষ বলছে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে আমাদের কয়েকটি গ্রাম অবহেলিত আমরা ইচ্ছা করলেই ঢাকা মুখী হতে পারি না এমনকি রাতে অসুস্থ হলে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না কারণ নদীতে সন্ধ্যার পরে ইঞ্জিন চালিত ট্রলার বন্ধ হয়ে যায় স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের অনেক কষ্ট হয় নদী পার হয়ে তাদের স্কুল কলেজ হাসপাতালে আসতে হয়।
তাই এই এলাকার মানুষের একটাই দাবি তারা খুব দ্রুত এর বাস্তবে দেখতে চাই নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা ভোটের জন্য অনেক রকম কথা বলে নির্বাচন গেলে আবার ভুলে যায় কোন প্রকার প্রতিশ্রুতি রক্ষা করে না।