অননুমোদিত অনুপস্থিতির দায়ে আশাশুনিতে সহকারী শিক্ষিকা বরখাস্ত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫, ০৮:৩১ পিএম
অননুমোদিত অনুপস্থিতির দায়ে আশাশুনিতে সহকারী শিক্ষিকা বরখাস্ত

অননুমোদিতভাবে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার দায়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার এক সহকারী শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস আদেশ নং ২০৬৪ অনুযায়ী, আশাশুনি উপজেলার ৯১নং রাধাবল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী রানী পাল ২০২৫ সালের ৬ মে থেকে এ পর্যন্ত বিদ্যালয়ে অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং তদন্ত কর্মকর্তার ডাকে তদন্ত স্থলেও উপস্থিত হননি। দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরও তিনি কোনো জবাব দাখিল করেননি।

পরবর্তীতে বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪ (৩)(ঘ) ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস। অফিস আদেশে স্বাক্ষর করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন।

বরখাস্তের অনুলিপি মহাপরিচালক (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর), বিভাগীয় উপপরিচালক (খুলনা), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা হিসাব রক্ষণ অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে