রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, “এই অগ্নিকাণ্ডে অনেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ভেতরে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন। যারা নিহত হয়েছেন, তারা সবাই গরিব ও অসহায় শ্রমিক, পেটের দায়ে জীবিকার সন্ধানে এখানে এসেছিলেন।” তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “একদিকে তাদের দারিদ্র্য, অন্যদিকে পরিবারের সদস্য হারানোর বেদনা—এই ব্যথা আমরা কখনও পুরোপুরি অনুভব করতে পারব না।”
সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এই দুর্ঘটনায় নিহতদের পরিবার যেন যথাযথভাবে আর্থিক সহায়তা পায়, সেটি সরকার নিশ্চিত করবে। পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের বিত্তবানরাও যেন তাদের পাশে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডের পেছনে যদি কারও গাফিলতি থাকে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জামায়াত তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা দেবে। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে।”
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে রূপনগরের ওই এলাকায় গার্মেন্টসের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া তিনজন দগ্ধ শ্রমিককে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।