বর্তমান সময়ে দেখা যাচ্ছে মফস্বল সাংবাদিকতায় বেশির ভাগ সংবাদকর্মীরা গতানুগতিক সংবাদ পরিবেশন করাশ ব্যাস্ত থাকেন। এতে করে সংবাদের মান ও গুরুত্ব কমে যায়। আর ঐ সংবাদকর্মীর ও অনেকাংশে তেমন একটা গুরুত্ব থাকে না। আপনাদের মনে রাখতে হবে প্রতিটা সংবাদের পেছনেই কোন না কোন কারন ও বিশেষ কিছু উদ্দেশ্য থাকতে পারে। তাই আপনাদের সংবাদ পরিবেশন করার সময় আরও অনুসন্ধানী যত্নশীল হতে হবে। সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের সময় মনে রাখতে হবে কোন ঘটনার পিছনে অন্য আর কোন সূত্র আছে কি না তা খবরের মাধ্যমে তুলে এনে জনসাধারণের কাছে কি ভাবে পৌঁছে দেওয়া যায়। খবরের ভিতরের খবরটাকে বের করাই হলো একজন সত্যিকারের সংবাদকর্মীর মূল কাজ।
“দৈনিক মুন্সিগঞ্জের বার্তা”পত্রিকাটির প্রধান সম্পাদক হিসেবে সৈয়দ মাহমুদ হাসান মুকুট বলেন, এই পত্রিকা ২০২৫ সালের ১২ অক্টোবর সরকারি অনুমোদন পেয়েছে। তারা তরুণদের হাতে পত্রিকা তুলে দেবার মাধ্যমে “বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন”করার চেষ্টা করবেন।
মঙ্গলবার ১৪ অক্টোবর রাত ৯ টায় সিরাজদিখান উপজেলার কুসুমপুরে মাসিক বিক্রমপুর কার্যালয়ে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার ডিক্লারেশন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভায় ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটি (আইএফসি) এর বাংলাদশের জেনারেল সেক্রেটারী ও মাসিক বিক্রমপুরের সম্পাদক এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রধান সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট উপস্থিত গনমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য প্রদান করেন।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর প্রধান সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট এর সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সম্পাদক শাহিদুল হাসান শাওন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত শেষে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর ঘোষণাপত্র (ডিক্লেয়ারেশন) প্রাপ্তির প্রক্রিয়ায় যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার মূল কার্যক্রম শুরু হয়
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পত্রিকার সহযোগী সম্পাদক মিজান খান, নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ, বার্তা সম্পাদক আবু নাসের লিমন, বিভাগীয় প্রধান মাল্টিমিডিয়া সাইদ হাসান আফরান, বিভাগীয় প্রধান অনলাইন ফরহাদ হোসেন জনি, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা, সিরাজদিখান প্রতিনিধি সিজান খান, ডিজিটাল প্রতিনিধি মিলন হাওলাদার, দৈনিক আমার দেশ টঙ্গীবাড়ি প্রতিনিধি আমিরুল ইসলাম মামুন, মাসিক বিক্রমপুর লৌহজং প্রতিনিধি আসাদুজ্জামান, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসলাম, সাংবাদিক সালাম, মোহাম্মদ সিবগাতুল্লাহ, আসলাম শেখ, মাসিক বিক্রমপুর-এর নির্বাহী সম্পাদক সৈয়দ নির্ঝর হাসান, দৈনিক মুন্সিগঞ্জ বার্তা-এর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রাজু, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মাল্টিমিডিয়া প্রতিনিধি গজারিয়া মো রাসেল সরকার। এটিভি নিউজ ২৪-এর নির্বাহী সম্পাদক আসিফ বাধন, ছাত্রনেতা রাতুল হাসান শান্ত, মোহাম্মদ ইয়ামিন শেখ, জুয়েল শেখ, গণঅধিকার পরিষদের মুন্সিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সৌরভ মাঝি, রায়হান বাউলসহ বিভিন্ন গনমাধ্যমকর্মী ও অতিথিবৃন্দ।