কলমাকান্দায় এমপিভুক্ত বেসরকারি স্কুল ও মাদ্রাসায় শিক্ষকদের কর্মবিরতি

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০১:৫৬ পিএম
কলমাকান্দায় এমপিভুক্ত বেসরকারি স্কুল ও মাদ্রাসায় শিক্ষকদের কর্মবিরতি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এমপিভুক্ত বেসরকারি হাইস্কুল ও এমপিভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের তিন দফা দাবীতে কর্মবিরতি কর্মসূচী চলছে।

যার ফলে এসব হাইস্কুল মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।  শিক্ষার্থীরা হতাশ। অভিভাবকরা উদ্বিগ্ন।

কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার লাকী আক্তার  জানান, উপজেলার এমপিভুক্ত ২৩ টি বেসরকারি হাইস্কুল ও এমপিভুক্ত ১০টি  বেসরকারি মাদ্রাসায় শিক্ষকদের কর্মবিরতি চলছে। আমাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত আমরা কর্মবিরতি কর্মসূচী চালিয়ে যাবো।

এ ব্যাপারে মানবাধিকার কর্মী নারীনেত্রী রীনা হায়াৎ প্রতিনিধিকে বলেন, সারাদেশে এমপিভুক্ত বেসরকারি স্কুল ও মাদ্রাসায় শিক্ষককের কর্মবিরতি কর্মসূচীর কারণে শিক্ষার্থী অভিভাবকদের উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। এছাড়াও ডিসেম্বরে জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ম শ্রেনীর ও নভেম্বরের শেষের দিকে বার্ষিক পরিক্ষা এ জন্য অতি দ্রুত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে তাদের তিনদফা দাবি নিয়ে আলোচনা করে সমাধানের জন্য তিনি শিক্ষা উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে