পোরশা সীমান্তে বিজিবি,র মতবিনিময় সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০১:৫৯ পিএম
পোরশা সীমান্তে বিজিবি,র মতবিনিময় সভা

নওগাঁর পোরশায় ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপি এর উদ্যেগে স্থানীয় সীমান্ত গরু ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত চোরাচালান, পাচার, অনুপ্রবেশ, হত্যা প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ওই সভায় ১৬বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আরিফুল ইসলাম মাসুম পিএসসি, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস ও থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বক্তব্য রাখেন। এসময় নিতপুর সীমান্ত ১৬ বিজিবি’র  কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান, হাবিলদার বাবুল, বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে