চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায়। একই সময়ে দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল সকাল ১০টা থেকেই অনলাইনে দেখা যাবে। একই সময় ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, যেখানে ফলাফলের সারসংক্ষেপ প্রকাশ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, “এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে এবার কোনো বাড়তি আনুষ্ঠানিকতা থাকছে না। শিক্ষা বোর্ডগুলো সরাসরি ফল প্রকাশ করবে।”
মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য পরীক্ষার্থীদের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস, রোল নম্বর, স্পেস, পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের জন্য লিখতে হবে DHA <space> Roll <space> 2025।