দৌলতপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)

সীমান্ত রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণে সফল অভিযান: ১২ কোটি টাকার কারেন্ট জাল আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:০৫ পিএম
সীমান্ত রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণে সফল অভিযান: ১২ কোটি টাকার কারেন্ট জাল আটক

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সাম্প্রতিক সময়ে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চল্লিশপাড়া এলাকায় অভিযান চালিয়ে   আশ্রায়ন ক্যম্পে   প্রায় ১২ কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর  মৎস কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন এর উপস্থিতিতে অধিনায়কের দিকনির্দেশনায় যৌথ অপারেশন পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম। যৌথ অভিযান পরিচালনা করে ৩৫ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল আটক করতে সক্ষম হয় এবং অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।  এই অভিযান প্রমাণ করেছে যে, বিজিবি কেবল সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়, বরং জাতীয় সম্পদ ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশেষভাবে, জাতীয় মাছ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং এর অবৈধ আহরণ রোধে যশোর রিজিয়নের অধীনস্থ বিজিবি ইউনিটগুলো নদীর জলসীমায় সর্বক্ষণিক সতর্ক প্রহরা অব্যাহত রেখেছে। 

সাংবাদিকবৃন্দকে উদ্দেশ্য করে কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, দেশের দর্পণ হিসেবে আপনারা তথ্যভিত্তিক সহযোগিতা অব্যাহত রাখলে, মাদক, অস্ত্র, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বিজিবির কার্যক্রম আরও কার্যকরভাবে সম্পাদন করা সম্ভব হবে।

বিজিবি আশা করছে, জনগণ ও সংবাদমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সম্পদ সংরক্ষণে সাফল্য অর্জন অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে