সোনারগাঁয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) :
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:০৯ পিএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:০৯ পিএম
সোনারগাঁয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা

সোনারগাঁয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভা মঙ্গলবার বিকালে বৈদ্যের বাজারের হামছাদি এলাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস বৈদ্যের বাজার ইউনিয়ন শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

বাংলাদেশ খেলাফত মজলিস বৈদ্যের বাজার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসলাম বিন তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সালমান আল হোসাইনের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও  নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা মুহাঃ শাহজাহান শিবলী। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম উলুকান্দী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জহিরুল ইসলাম ফারুকী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারগাঁ থানা শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়াল। এসময় মুফতি হারুনুর রশীদ, হাফেজ ক্বারী মোয়াজ্জেম হুসাইন, মুফতি আহমদ উল্লাহ হুসাইনী, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক রাহমানী, বৈদ্যের বাজার ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলাইমান, মোগরাপাড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আলী আকবর, হাফেজ মানিক সহ প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে