আজ সকাল ১০টায় প্রকাশিত হবে এইচএসসির ফল, জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ১২:০৫ এএম
আজ সকাল ১০টায় প্রকাশিত হবে এইচএসসির ফল, জানা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায়। দেশের ১১টি শিক্ষা বোর্ড—সাধারণ, মাদ্রাসা ও কারিগরি—একযোগে ফল প্রকাশ করবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, সকাল ১০টায় সব বোর্ড একই সময়ে ফল প্রকাশ করবে। এই সময় ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে। সেখানে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হবে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, এবার ফল প্রকাশে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। শিক্ষা বোর্ডগুলো সরাসরি ফল প্রকাশ করবে, যেমনটি করা হয়েছিল এসএসসি পরীক্ষার ক্ষেত্রে।

যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা আজ সকাল ১০টার পর থেকেই অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবে। এর জন্য [www.educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।

এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ([www.dhakaeducationboard.gov.bd](http://www.dhakaeducationboard.gov.bd)) “রেজাল্ট কর্নার”-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর (যেমন, ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA), এরপর একটি স্পেস, রোল নম্বর, আবার স্পেস দিয়ে পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: DHA 123456 2025।


ফল পুনঃনিরীক্ষণ আবেদন
ঢাকা বোর্ড জানিয়েছে, ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন করা যাবে কেবল অনলাইনে [https://rescrutiny.eduboardresults.gov.bd](https://rescrutiny.eduboardresults.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে। সরাসরি কোনো অফিসে গিয়ে আবেদন করা যাবে না।

পরীক্ষার প্রেক্ষাপট
এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও সোয়া ১২ লাখেরও বেশি শিক্ষার্থী আজ তাদের কাঙ্ক্ষিত ফলের অপেক্ষায়।

আপনার জেলার সংবাদ পড়তে