চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায়। দেশের ১১টি শিক্ষা বোর্ড—সাধারণ, মাদ্রাসা ও কারিগরি—একযোগে ফল প্রকাশ করবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, সকাল ১০টায় সব বোর্ড একই সময়ে ফল প্রকাশ করবে। এই সময় ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে। সেখানে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হবে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, এবার ফল প্রকাশে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। শিক্ষা বোর্ডগুলো সরাসরি ফল প্রকাশ করবে, যেমনটি করা হয়েছিল এসএসসি পরীক্ষার ক্ষেত্রে।
এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ([www.dhakaeducationboard.gov.bd](http://www.dhakaeducationboard.gov.bd)) “রেজাল্ট কর্নার”-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।
মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর (যেমন, ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA), এরপর একটি স্পেস, রোল নম্বর, আবার স্পেস দিয়ে পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: DHA 123456 2025।