শেরপুরে পাঁচ দফা গণদাবি আদায়ে জামায়াতের মানববন্ধন কর্মসূচি

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
শেরপুরে পাঁচ দফা গণদাবি আদায়ে জামায়াতের মানববন্ধন কর্মসূচি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রধানসহ পাঁচ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি , মু. নুরুজ্জামান বাদল, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জামায়াত নেতা ডা. মো. আনোয়ার হোসেন, নুরে আলম সিদ্দিকী,  মাওলানা নুরুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে । অনেক রাজনৈতিক বন্ধুরা পিআর কি বুঝতে চান না। কিন্তু জামায়াত কখনো অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেনি। এটি জাতির কাছে পরীক্ষিত। পরে রাজনৈতিক বন্ধুরা বুঝতে পারেন জামায়াতের দাবি সঠিক ছিল। তাই  রাজনৈতিক বন্ধুদের বলতে চাই আরেকটি ফ্যাসিবাদের জন্ম না দিতে পিআর পদ্ধতি বুঝতে শিখুন।

আপনার জেলার সংবাদ পড়তে