বুধবার সকাল সাড়ে ১১ টায় খামারদিঘা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে দেশব্যাপী স্যানিটেশন ও হাত ধোয়া বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে-বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়। পরে এক আলোচনা সভা স্কুল কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মোঃ আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার এ,কে এম জিন্নাত আলীসহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ।