কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই সমন্বয় সভার আয়োজন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আবুল ফজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং
সেন্টারের ইন্সটেকটর জিএম লোকমান হোসেন। শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ভুধর চন্দ্র সানা, মৃন্ময় কুমার মন্ডল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,
প্রধান মোস্তফা শহীদ সরোয়ার,
কেশবলাল সরকার, কেএম নাজমা পারভীন, মোঃ কামরুজ্জামান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।