নীলফামারী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সবুজের মায়ের ইন্তেকাল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:৩৯ পিএম
নীলফামারী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সবুজের মায়ের ইন্তেকাল

নীলফামারী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক নীলচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ এর মা মোছাম্মৎ ফজিলাতুন্নেছা আর নেই। তিনি ১৪ অক্টোবর ভোরে নিজ বাসভবন বারাইপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না - রাজেউন)। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি,নাতনী,আত্মীয় স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে যান। ওইদিন বাদ যোহর মরহুমার নামাজে জানাযা বারাইপাড়ায় অনুষ্ঠিত হয়। পরে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল,কালেকটরেট স্কুলের অধ্যক্ষ সাদিকুল ইসলাম,সৈয়দপুর ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি নজরুল ইসলাম মোস্তফা,সহ সভাপতি এজাজ আহমেদ,ডাঃ দেলোয়ার হোসেন,নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান সাধারণ সম্পাদক নুর আলম,সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন,রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক,সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিকসহ অনেকে। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে