বাগেরহাটের মোল্লাহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে “বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫”উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল - “ইব ধ ঐধহফ ডধংযরহম ঐবৎড়”বা “হাত ধোয়ার নায়ক হোন”।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য এক র্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিরে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়া সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস, যা জীবাণু ও সংক্রামক রোগ থেকে মানুষকে রক্ষা করতে পারে। ছোট-বড় সবাইকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবুল হাসান, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার মিয়া, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কে এম মাহামুদুল হক। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিবসটি উদযাপনের মাধ্যমে জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়।