নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নতুন একটি সিনেমায় হাত দিয়েছেন ‘উৎসব’ নির্মাতা তানিম নূর। এই নির্মাতা জানিয়েছেন, সিনেমার নাম ‘বনলতা এক্সপ্রেস’; যা মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে। ‘বনলতা এক্সপ্রেসের’ কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে শরীফুল রাজ, সাবিলা নূর, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো অভিনয়শিল্পী চূড়ান্ত হয়নি। নতুন সিনেমার কথা জানাতে ফেইসবুকে প্রায় এক মিনিটের ‘অ্যানাউন্সমেন্ট টিজার’ প্রকাশ করেছেন পরিচালক তানিম নূর। টিজারে দেখা গেছে, একটি ট্রেন ছুটে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে অর্থহীনের ‘চাইতেই পারো’ গানটি বাজছে। আর ভিডিওতে লেখা রয়েছে- “আগামী রোজার ঈদে আসছে আরেক ছায়াছবি, এবার সাথে রয়েছে দ্য ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। উৎসবের পর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, ট্রেন মিস করবেন না কিন্তু।” চিত্রনাট্য লিখছেন সামিউল ভূঁইয়া ও আয়মান আসিব স্বাধীন। হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে সিনেমা তৈরির অনুমতি পাওয়া সাধারণত কিছুটা ‘জটিল’ কাজ। ‘কিছুক্ষণ’ উপন্যাসের অনুমতি কীভাবে মিলল প্রশ্নে তানিম নূর বলেন, “অনুমতি পেতে খুব জটিলতা হয়নি, সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি, বলা যায় আমার অভিজ্ঞতা খুবই ভালো। কোনো সমস্যা হয়নি। আশা করছি ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকেও আমরা আমাদের দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারব।” তানিম বলেছেন, ‘উৎসব’ সিনেমার মতই তারকাবহুল সিনেমা হবে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমার চিত্রায়ণ শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকে। দেশ ও দেশের বাইরে হবে দৃশ্যধারণের কাজ। এখন পরিচালক ব্যস্ত আছেন চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে। বুড়িগঙ্গা টকিজের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হবে। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আরও রয়েছে ডোপ প্রোডাকশন্স ও হইচই স্টুডিও।