সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মো. মাহমুদুল হাছানের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ ও মাদ্রাসার অর্থ আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অভিভাবক এমদাদুল হক। বক্তব্য রাখেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দী, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল কাইয়ূম, অভিভাবক আব্দুল ওদুদ, গোলাম রব্বানী, ইসলাম উদ্দিন, নূর আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, কয়েক মাস আগে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাহমুদুল হাছান পলাতক ছিলেন। পরবর্তীতে বিভিন্ন তদন্তে অভিযোগটির সত্যতা প্রমাণিত হয়। এছাড়াও, মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকেও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া মাদ্রাসার ফান্ডের টাকা আত্মসাতের সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ করেছেন বক্তারা। দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর মাহমুদুল হাছান সম্প্রতি মাদ্রাসায় ফিরে আসার চেষ্টা করছেন-যা অভিভাবক ও শিক্ষার্থীরা মেনে নিচ্ছেন না।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাহমুদুল হাছান যদি আবার দায়িত্বে ফিরেন, তাহলে তারা মাদ্রাসায় পড়াশোনা বন্ধ করে দিবেন।