মেহেরপুর গাংনীর দুবাই প্রবাসি যুবক জাকিরুল ইসলামকে ভিসা দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। টাকা ফেরত পেতে প্রশাসন সহ সমাজপতিদের দারে দারে ঘুরছেন জাকিরুল ইসলাম। জাকিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা ৪ নং ওয়ার্ড বাগানপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।
জাকিরুল ইসলাম আভিযোগ করে বলেন, ২০২৪ সালের মে/জুন মাসে আমাদের কে ফুড ডেলিভারী ভিসা এবং ক্লিনার ভিসা প্রদানের জন্য ঝিনাইদহ সদর উপজেলার সোনাদা গোয়াল পাড়া গ্রামের মোঃ মারিফুল ইসলাম (মেরুন) মুন্সি প্রস্তাব দিলে আমরা তাহাদের সাথে আলোচনা স্বাপেক্ষে ফুড ডেলিভারী ভিসা প্রতিটি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ক্লিনার ভিসা প্রতিটি দুই লক্ষ পচাশি হাজার টাকা নির্ধারন করার প্রেক্ষিতে একটি ফুড ডেলিভারী ভিসা এবং ৪টি ক্লিনার ভিসা প্রদান করে। সেই ভিসা গুলি পাওয়ার পর অভিযোগকারীরাদের পনেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রদান করি। এবং আরো ০৪ টি ফুড ডেলিভারী ভিসা এবং ০৪ টি ক্লিনার ভিসা দেওয়ার আশ্বাস দিলে মারিফুল ইসলাম (মেরুন) মুন্সি কথা মত তার স্ত্রী মোছা: নাইচ খাতুন, মোঃ বাবর আলী মুন্সি এবং পাবনার সুজানগর নগর বাড়ি দুলাই বাজার গ্রামের মোমতাজ উদ্দীনের ছেলে মোঃ রাজিব হোসেনের কাছে আরো আট লক্ষ চল্লিশ হাজার টাকা অগ্রিম প্রদান করি। তাদেরকে আমরা সর্ব মোট চব্বিশ লক্ষ ত্রিশ হাজার টাকা প্রদান করি। ভিসা দেবো দিচ্ছি করে দিচ্ছেনা। টাকা ফেরত চাইলেও কর্নপাত করছেনা। প্রতিকার পেতে ঝিনাইদহ পুলিশ ও সেনা ক্যাম্পেও অভিযোগহ দিয়ে কোন কাজ হয়নি। তিনি টাকা কিংবা ভিসা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সাথে মোবাইল ফোন সহ নানা মাধ্যমে যোগাযোগ করলেও সম্ভব হয়নি।