চট্টগ্রামের ১৯৮ জন আ. লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
চট্টগ্রামের ১৯৮ জন আ. লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৯৮ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং আরো ২০০ হতে ২৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামী করে সাতকানিয়া থানায় আজ একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে সৈয়দুজ্জামান। আসামীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বেলা ২ ঘটিকার দিকে কেরানিহাটে ছাত্র জনতার মিছিলের উপর সশস্ত্র হামলার অভিযোগ আনা হয়। মামলায় সাতকানিয়া - লোহাগাড়ার সাবেক এম পি, আওয়ামী লীগ নেতা ড. আবু রেজা নদভী, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী স্বচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ জোবায়ের সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ২ ঘটিকার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানিহাটে পৌঁছালে আসামীরা বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র, গুলি, লোহার রড, রাম দা, লাঠি ইত্যাদি নিয়ে হামলা চালায়। হামলার সময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করা হয়। এ সময় চারটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়। হামলায় পুরানগড় ইউনিয়নের আবু ইউসুফ সহ বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হয়। ঘটনার ৫ মাস পর এ মামলা দায়ের করা হলো। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) মোস্তফা কামাল খাঁন এ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বাদির অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে