লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:১৮ পিএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:১৮ পিএম
লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হন’ প্রতিপাদ্য নিয়ে  নাটোরের লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে  বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় এউপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও)  মেহেদী হাসান।

আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব অপরিসীম। হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা সংক্রামক রোগ থেকে নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে পারি।”

তিনি আরও বলেন, “নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস শিশুদের মধ্যে রোগ সংক্রমণ কমিয়ে এনে তাদের সুস্থ ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে পারে। জনস্বাস্থ্য রক্ষায় এই অভ্যাসকে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে। আজকের প্রতিপাদ্যের আহ্বান অনুযায়ী, আমাদের প্রত্যেকেরই উচিত সচেতন হয়ে নিজে ‘হাত ধোয়ার নায়ক’ হয়ে ওঠা এবং অন্যদেরও উদ্বুদ্ধ করা।”

এ সময়  উপজেলা কৃষি অফিসার   প্রীতম কুমার হোড় , জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে