"হাত ধোয়ার নায়ক হোন" স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার পৌরসভা প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
পরে পৌরসভা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, গফরগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নূরুজ্জামান প্রমুখ।
এসময় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।