গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:২০ পিএম
গফরগাঁওয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

"হাত ধোয়ার নায়ক হোন" স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার পৌরসভা প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।

পরে পৌরসভা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম. আব্দুল্লাহ আল মামুন।

পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, গফরগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নূরুজ্জামান প্রমুখ।

এসময় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে