পিআর পদ্ধতিকে জুলাই সনদে অর্ন্তভূক্ত করে গনভোটসহ পাঁচ দফা দাবীতে কর্মসুচি অব্যাহত রেখেছে জামাতে ইসলামি বাংলাদেশ ও সমমনা ছয়টি দল। এর অংশ হিসেবে ৩ কিলো মিটার ব্যাপি গাইবান্ধা জেলা জামাতের মানববন্ধন কর্মসুচি বুধবার গাইবান্ধা শহরে পালিত হয়। গাইবান্ধা বড় জামে মসজিদ থেকে ডিসি অফিস পর্যন্ত বেলা ১২টা থেকে এই মানববন্ধন কর্মসুচি শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির মোঃ আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সুন্দরগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা ওলামা সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, সাইফুল ইসলাম মন্ডলসহ অনেকে।