টাঙ্গাইলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৬:১৩ পিএম
টাঙ্গাইলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত

“সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তির উন্নয়ন”এই প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (১৫ অক্টোবর)  সারাদেশের মতো টাঙ্গাইলেও ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে  জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, টাঙ্গাইলের যৌথ আয়োজনে

র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। 

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক। 

পরে কর্মক্ষেত্রে সফল দৃষ্টি প্রতিবন্ধিদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।  

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত ব্যক্তবর্গ, ও দৃষ্টি প্রতিবন্ধি জনগন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে