খাদ্য নিরাপত্তা বিষয়ে পার্বতীপুরে অবহিতকরণ সভা

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫৮ পিএম
খাদ্য নিরাপত্তা বিষয়ে পার্বতীপুরে অবহিতকরণ সভা

দিনাজপুরের পার্বতীপুরে ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ-কানাডিয়ান ফুড গ্রেইন্স ব্যাংক দিনাজপুর, রংপুর খাদ্য নিরাপত্তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ (ল্যাম্প হাসপাতাল) কমিউনিটি হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (সিএইচডিপি) পরিচালক উৎপল মিন্জ। বাংলাদেশ মেনোনাইট সেন্ট্রাল কমিটি’র অর্থায়নে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য দেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: মোছাহেব আহমদ নাঈম, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, উপজেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দ: শাকিনা বিনতে শরীফ, ল্যাম্ব হাসপাতালের অ্যাসাইনমেন্ট অফিসার এনোস সরেন, ম্যানেজার লিয়াজোঁ মো: মাহাতাব লিটন ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হরিরামপুর ইউপি সচিব সাজেদুর রহমান, দুই জন সংরক্ষিত আসরে মহিলা ইউপি সদস্যসহ মোট ৫ জন ইউপি সদস্য এবং এলাকার স্থানীয় উপকারভোগি সদস্যবৃন্দ। সভায় প্রকল্পের তথ্য উপাত্ত উপস্থাপন করেন সিএফজিবি-ডিআরএফএস প্রজেক্ট অফিসার রবার্ট মার্ডী। মুক্ত আলোচনায় উপজেলা পর্যায়ে কর্মকর্তাগন প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস এবং প্রকল্পের উজ্জল ভবিষ্যত বিষয়ে গঠন মূলক বক্তব্য উপস্থাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে