দিনাজপুরে দীপশিখার বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ পিএম
দিনাজপুরে দীপশিখার বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় অংশীদারি সংস্থা দীপশিখার বাস্তবায়নে এবং লিলিয়ান ফন্ডস এর আর্থায়নে দি মিনিংফুল পাটিশিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস্ ডিজএ্যাবিলিটি ইন অল ডোমেইন অফ সিবি আর (ম্যাপইন সিবিআর) প্রকল্পের আওতায় আজ বুধবার (১৫ অক্টোবর) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের কনসালটেন্ট (ফিজিওথেরাপী) ডা. মো. নাসিম হোসেন, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ। 

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দীপশিখা, রুদ্রপুর, বিরল এর প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেবদত্ত রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন দীপশিখার এরিয়া ম্যানেজার ও প্রকল্প ফোকাল ধনঞ্জয় দেবনাথ ও সিডিডি দিনাজপুর প্রকল্প অফিসের ফিল্ড মনিটরিং অফিসার কৃষ্ণ কান্ত রায়। সার্বিক দায়িত্ব পালন করেন দীপশিখার সিবিআর ফেসিলিটেটর মিরা রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিবিআর ইন্টার্ণ দিলরুবা খাতুন। 

দিবসটি শুরু হয় উক্ত প্রকল্পের ক্যাপ বিতরণের মাধ্যমে। উল্লেখ্য, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা এবং সমাজে অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা নিশ্চিত করণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলকে সচেতন করা।

আপনার জেলার সংবাদ পড়তে