নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের কাপ-আপ প্রকল্পের স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসে এ কর্মশালার আয়োজন। কর্মশালায় কাপ-আপ প্রকল্পের ১৪টি শিখন কেন্দ্র পরিচালনা কমিটি থেকে ২৫ জন সদস্য অংশ নেন। কর্মশালাটি সৌদি আরবের কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ব্যবস্থাপক মো.আসাদুল্লাহ।
প্রধান অতিথি ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের যুগ্ম পরিচালক ও কাপ-আপ প্রকল্পের পরিচালক মো.মনিরুজ্জামান। কর্মশালা পরিচালনা করেন কাপ-আপ প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম।
তিনি তাঁর আলোচনায় কাপ-আপ প্রকল্পের দাতা সংস্থার চুক্তির মেয়াদ শেষে প্রকল্পের প্রাক-প্রাথমিক শিক্ষা স্থানীয় অনুদানে কার্যক্রম চলমান রাখা, কেন্দ্র পরিচালনায় একটি নির্দিষ্ট পরিমাণ কমিউনিটি কন্ট্রিবিউশনের উৎস থেকে অর্থ সংগ্রহ ও শিখন কেন্দ্র পরিচালনার ওপর ধারণা দেন। এ সময় কর্মশালায় অংশগ্রহণকারীরাও প্রকল্পের স্থায়ীত্বকরণে গঠনমূলক প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন।
জানা যায়, গত ২০২১ সাল থেকে সৈয়দপুর পৌরশহরের বস্তি এলাকায় ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশনের সেক্টরের কাপ-আপ প্রকল্পের মাধ্যমে শিখন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের মাধ্যমে শহরের ২৬টি শিখন কেন্দ্রে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ শিখন কার্যক্রমে সৌদি আরবের কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থায়ন করছে। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ-আপ প্রকল্পের কো-অর্ডিনেটর শেখ শফিকুর রহমান,সৈয়দপুর ফিল্ড অফিসের মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন ও বিল্লাল হোসাইন প্রমুখ।