সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ -৩ ( রায়গঞ্জ-তাড়াশ- আংশিক সলঙ্গা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হকের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫/১০/২৫ তারিখ বুধবার চান্দাইকোনা ডিগ্রি কলেজ থেকে শুরু করে রায়গঞ্জ পৌরসভা সহ রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশের বিভিন্ন নির্বাচনী এলাকায় পরিভ্রমণ শেষে চান্দাইকোনা কলেজে এসে মিলিত হয়। এতে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাক নিয়ে অংশ গ্রহণ করে। এতে রায়গঞ্জ সলঙ্গা তাড়াশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। কয়েক হাজার উজ্জীবিত জনসাধারণের অংশগ্রহণে ভিপি আয়নুল হকের নির্বাচনী প্রচারণা সফল ও স্বার্থক করা হয়। মোটরসাইকেল শোভা যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় পতাকা সহ (বিএনপির) দলীয় পতাকায় শোভাযাত্রাটি ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে উঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আয়নুল হক বলেন, আজ এই মোটরসাইকেল শোভা যাত্রার মাধ্যমে জনগণের কাছে ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তিনি আরো বলেন, বি.এন.পি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো: তারেক জিয়া ঘোষিত ৩১ দফা ও বিগত ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই, তাদের কাছে সুষ্ঠু সুন্দর ভোট হবে এই সংবাদ পৌছে দেওয়া। ১৭ বছর জেল জুলুম অত্যাচার নির্যাতন ও একাধিক বার কারাবরণ করতে হয়েছে। এ আসনে আমাকে মনোনয়ন দেওয়া হলে জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।