পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি টাকা পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন চায় বলে পিআর পদ্ধতি চাচ্ছে। লেভেল পেয়িং ফিল্ড চাচ্ছে এই কারনে যে সকলেই যেন সমান অধিকার নিয়ে যার যার ভোট প্রদান করতে পারে তার অধিকারকে বাস্তবায়ন করতে পারে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের টাউন ক্লাব রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শামীম সাঈদী বলেন, আজ থেকে ৫৪ বছর আগে
বাংলাদেশের মাটি ও মানুষের জনগণ যারা কিনা এদেশকে স্বাধীন করেছিল সোনার বাংলা গড়ার লক্ষ্যে সেই স্বাধীনতা আজ অবধি আমরা ভোগ করতে পারিনি। গত ৫৪ বছরে বারবার দেশকে শাসক সমাজ যারা দেশের ক্ষমতায় তারা আমাদেরকে শোষিত করেছে, নির্যাতিত করেছে, নীপিড়ন করেছে এবং শেষমেষ সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সোনার বাংলার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই সোনার বাংলা গড়া হয়নি। যেকারনে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।