বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১.০০ টায় বৈকারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আশ্বাস প্রকল্পের আওতায় আয়োজিত সভায় ইউপি চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিজিবি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও অন্যান্য সদস্যবৃন্দ। সিটিআইপি সদস্য সাফিরুল ইসলামের পরিচালনায় সভায় গত সভার রেজুলেশন পাঠ করেন ইউপি সচিব ও কমিটির সদস্য সচীব মনোতোষ কুমার সাধু।
সভায় আগামী দুই মাসের করনীয় কার্যক্রমে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক, শালিসি ও অন্যান্য সভাগুলোতে মানবপাচার বিষয়ে আলোচনা করা, তথ্য কর্ণারের মাধ্যমে প্রদত্ত সেবা, কমিউনিটিতে আমাদের করনীয়, সারভাইভারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা-সেমিনার করার পাশাপাশি যদি কেহ বিদেশে যায় সেক্ষেত্রে ইউপিকে অবগত করে লেনদেন এর জন্য প্রচার করতে হবে। এ সময়ে রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার দিপ্তী রায়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান আকন্দ।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে।