রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু, উপস্থিত প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:৫৩ পিএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩ পিএম
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু, উপস্থিত প্রধান উপদেষ্টা

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এতে উপস্থিত আছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় বাড়ানো মেয়াদের শেষ দিনেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের আরেকটি বৈঠক হয়। সেখানে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও সেখানে উপস্থিত ছিলেন।

কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করে বাংলা ট্রিবিউনকে বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটি নিরসন করতেই আজকের বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান উপদেষ্টা সরাসরি দলগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন।”

জাতীয় ঐকমত্য কমিশন এরই মধ্যে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ নেই। কমিশন জানিয়েছে, বাস্তবায়নের প্রস্তাব ও সময়সূচি পরে অন্তর্বর্তী সরকার এবং দলগুলোর কাছে জমা দেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ও প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে একাধিক কমিশন গঠন করে। সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে কাজ করে জাতীয় ঐকমত্য কমিশন।

দুই দফায় ৬৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে ৮৪টি সংস্কার প্রস্তাবে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়। এই প্রস্তাবগুলো নিয়েই তৈরি হয়েছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’।

আসন্ন শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠান। প্রায় তিন হাজার অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। সনদে স্বাক্ষরের জন্য ৩০টি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ পাঠানো হয়েছে।

সনদটির তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে