বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল নওগাঁর মান্দা উপজেলা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা শিক্ষক সমিতির হল রুমে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হক মাষ্টারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির এবং উদ্বোধক ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল নওগাঁ জেলা শাখার সভাপতি শফিউল আজম টুটুল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সেচ্ছাসেবক দল নওগাঁ জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, মান্দা উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শামসুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক শামীম হোসেন সাজু, তালহা জোবায়ের, নূরুল ইসলাম, সদস্য কামাল হোসেন জুয়েল। সভায় উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।