চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:০৮ পিএম
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের  শিশুতলা বাজারে দুর্ঘটনাটি ঘটে। জাহাঙ্গীর হোসেন উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, একই গ্রামের সেলিমের  মোটরসাইকেলে কোটচাঁদপুর বাজারে যাচ্ছিলেন। তারা শিশুতলা বাজারে পৌছালে কোটচাঁদপুর থেকে চৌগাছাগামি একটি যাত্রীবাহীবাস তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে আরোহী জাহাঙ্গীর পড়েগিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।  

হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মাসুদুল হাসান বলেন, বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করা হয়েছে।

চৌগাছা থানার ডিউটি অফিসার প্রতাপ রয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে